GPT Plus – Team Subscription Details
Team Account Access: ব্যবহারকারীরা টিম অ্যাকাউন্টের মাধ্যমে GPT Plus অ্যাক্সেস পাবে।
Monthly Renewal System: প্রতি মাস শেষে সাবস্ক্রিপশন চালু রাখতে চাইলে নতুন টিম অ্যাকাউন্ট প্রদান করা হবে, যা আপনার একাউন্টের সাথে কানেক্ট থাকবে। ফলে ইউজাররা সর্বদা অ্যাকটিভ ও এক্সক্লুসিভ অ্যাক্সেস নিশ্চিত করতে পারবে।
Workspace & Data: সব কাজ টিম ওয়ার্কস্পেসে সেভ হয়, তবে ব্যক্তিগত ডেটা কারো সাথে শেয়ার হয় না। প্রত্যেকের কাজ আলাদা ও প্রাইভেট থাকে, তাই সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। রিনিউ করার পর আগের মাসের ডেটা থাকবেনা, নতুন সাবস্ক্রিপশন চালু হবে।
Usage Benefits: অ্যাসাইনমেন্ট, প্রোজেক্ট আইডিয়া, প্রেজেন্টেশন, কোডিং, কন্টেন্ট রাইটিং কিংবা যেকোনো নলেজ বেসড কাজের জন্য GPT Plus ব্যবহার করা যায়।