Tool Info

Google AI Pro এখন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি

Google AI Pro এখন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি গুগল এবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দিচ্ছে দারুণ একটি সুযোগ।যাদের অফিসিয়াল .edu ইমেইল আছে, তারা এখন পাচ্ছেন ১ বছর মেয়াদি Google AI Pro সাবস্ক্রিপশন একদম ফ্রি।এই সাবস্ক্রিপশনটির সাধারণ মূল্য প্রায় BDT 2,500 প্রতি মাসে, অর্থাৎ বছরে প্রায় ৩০,০০০ টাকার প্রিমিয়াম সুবিধা এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। Google AI Pro-তে যা যা থাকছে ২TB Google Drive Storage Gemini Pro, Veo 3 ও Flow AI টুলস অ্যাক্সেস NotebookLM-এ বাড়তি ব্যবহার সীমা Docs ও Gmail-এ Gemini AI ইন্টিগ্রেশন দীর্ঘ Google Meet সেশন ও রেকর্ডিং সুবিধা AI Studio-তে প্রতি মাসে ১,০০০ AI ক্রেডিট কিভাবে নিবেন (Step-by-Step Process) ১. সাইটে যান: https://one.google.com/ai-student২. Verify Eligibility বাটনে ক্লিক করুন৩. Country হিসেবে Bangladesh সিলেক্ট করুন৪. আপনার Institute Name লিখুন৫. আপনার .edu ইমেইল দিয়ে ভেরিফাই করুন৬. ভেরিফিকেশন সম্পন্ন হলে আবার লিঙ্কে গিয়ে Subscribe করুন৭. এরপর একটি Dual Currency Card যোগ করুন — প্রথম ১২ মাসে কোনো চার্জ হবে না নোট ভেরিফিকেশনের জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের .edu ইমেইল প্রয়োজন স্টুডেন্ট আইডি বা NID দিয়ে অ্যাক্সেস পাওয়া যাবে না পেমেন্ট মেথড হিসেবে RedDotPay ব্যবহার করা যেতে পারেলিংক: https://url.hk/i/en/fnvz7রেফার কোড: fnvz7 (ব্যবহার করলে বোনাস ডলার পাওয়া যাবে) শেষ কথা Google AI Pro শিক্ষার্থীদের জন্য AI শেখা, গবেষণা এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর এক অনন্য সুযোগ।যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং এখনো এই অফারটি নেননি, তারা আজই ভেরিফাই করে ফ্রি সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করে নিতে পারেন।